ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

আজ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বুস্টার ডোজ

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ দেওয়া কার্যক্রম। আজ রবিবার (১৯ ডিসেম্বর) এই কার্যক্রম শুরু হচ্ছে।

দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন।


এসময় সাংবাদিকদের বুস্টার ডোজের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা জানাবেন তিনি।


জানা গেছে, প্রথম দিন পরীক্ষামূলকভাবে বিভিন্ন শ্রেণির ষাটোর্ধ্ব বয়সী দু-তিনজন করে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া হবে। এরপর সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারাদেশে একযোগে বুস্টার ডোজ দেওয়া কার্যক্রম শুরু হবে।


উল্লেখ্য, শনিবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যারা ৬ মাস বা তার বেশি সময় আগে টিকা নিয়েছেন, প্রথমে তারাই বুস্টার ডোজ পাবেন। প্রাথমিকভাবে দেশে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে।


প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারীর ব্যক্তি হিসেবে করোনা টিকার বুস্টার ডোজ পাবেন চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্ক ব্যক্তিরা।

ads

Our Facebook Page